‘অবসর’কে বিদায় জানালেন গেইল

  26-06-2019 11:46PM



পিএনএস ডেস্ক: চলতি বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন, ওয়ানডে ক্যারিয়ারের শেষ সিরিজই এটি। এরপর শুধু খেলবেন টি-টোয়েন্টি ক্রিকেটটাই। কিন্তু বিশ্বকাপ চলাকালীনই সিদ্ধান্ত বদলালেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল । জানালেন এখনই বিদায় নিচ্ছেন না আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে।

ক্রিকেটের বিশ্ব আসর শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে ভারতীয় ক্রিকেট দল। সে সিরিজের ওয়ানডে ও টেস্টে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন গেইল। তবে টি-টোয়েন্টিতে খেলবেন না বলেই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার বুধবার সংবাদ মাধ্যমে নিজের বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনা জানাতে গিয়ে গেইল বলেন, ‘ভারতের বিপক্ষে হয়ত একটা টেস্ট খেলব। এরপর অবশ্যই ওয়ানডে সিরিজে খেলব। তবে টি-টোয়েন্টিতে থাকছি না। বিশ্বকাপের পর এটাই আমার পরিকল্পনা।’

এদিকে গেইল যে তার অবসর পরিকল্পনাকে বিদায় জানিয়েছেন, সে ব্যাপারে কিছুই জানেন না ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানতে পেরে খানিক অবাকই হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

তবে গেইলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হোল্ডার। তিনি বলেন, ‘সে (গেইল) এখনও ড্রেসিংরুমে এ ব্যাপারে কিছুই জানায়নি। আমি আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। (প্রেস কনফারেন্স শেষ করে) নিচে গিয়ে তার সঙ্গে কথা বলতে হবে।’

‘তবে হ্যাঁ সে যদি ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলার জন্য আত্মনিবেদিত থাকে, তাহলে সে যতদিন চায় ততদিনই খেলতে দেয়া উচিৎ। গেইলের মতো একজন আমাদের আশেপাশে থাকা, দলের জন্যই মঙ্গলকর বলে মনে করি।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন