মেসি নিষিদ্ধ!

  24-07-2019 12:16PM

পিএনএস ডেস্ক: অখেলোয়াড় সুলভ আচরণ করায় নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তাকে এক ম্যাচ নিষিদ্ধ ও ১৫০০ ডলার জরিমানা করা হয়েছে।

সদ্য শেষ অনুষ্ঠিত কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় মেসিদের। এ হারের পর মেসি আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিহিত করেছিলেন। ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও ধুয়ে দেন মেসি। যার ফলশ্রুতিতিই তাকে এ শাস্তি পেতে হলো।

তবে এতোদিন জল্পনা ছিল মেসিকে অনেক বড় শাস্তি পেতে হবে; কমপক্ষে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকাকে বড় শাস্তির মুখে পড়তে হয়নি।

মেসির পাশাপাশি কনবেবল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াকেও শাস্তি দিয়েছে।কনবেবল তাকে ফিফার অফিসিয়াল প্রতিনিধি পদ থেকে আ সরিয়ে দিয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন