বাংলাদেশ-ভারত শেষ টি-টোয়েন্টিতে প্রভাব ফেলবে না 'বুলবুল'

  09-11-2019 09:07PM

পিএনএস ডেস্ক: উপকূলীয় অঞ্চলসহ পুরো বাংলাদেশ এখন বুলবুল আতঙ্কে। বাংলাদেশের সবখানেই এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী, আরব সাগর থেকে উৎপত্তি হওয়া ‘বুলবুল’ আজ রাতে আঘাত হানবে বাংলাদেশের মূল ভূখণ্ডে।

এদিকে, আগামীকাল নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ক্রিকেটপ্রেমীদের অনেকের মনে প্রশ্ন, এই ম্যাচে ‘বুলবুল’ এর প্রভাব পড়বে কিনা?

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রোববার ম্যাচের সময় নাগপুরের আকাশ পরিষ্কার থাকবে। সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নির্দিষ্ট সময়েই ম্যাচ মাঠে গড়াবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ দলের ভারত সফরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। দিল্লিতে প্রবল বায়ু দূষণের কারণে সেই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে, খেলা হয়েছিল। দ্বিতীয় ম্যাচে রাজকোটে ‘মহা’র প্রভাবে ম্যাচ হবে কিনা তা নিয়ে আবার শঙ্কা তৈরি হয়। তবে, ম্যাচটি যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন