বড় জয়ে শিরোপার আরো কাছে বায়ার্ন

  31-05-2020 03:27AM

পিএনএস ডেস্ক : রেকর্ড ৩০তম ও টানা ৮ম শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। দাপটের সঙ্গে খেলা চলা দলটা ফরচুনা ডুসেলডর্ফকে ভাসাল গোল বন্যায়।

শনিবার বুন্দেসলিগার ম্যাচে ডুসেলডর্ফকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। প্রথম লেগেও প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছিল দলটা।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেছেন জোড়া গোল। লিগে তাতে তার গোল সংখ্যা দাঁড়াল ২৯। ইউরোপের শীর্ষ ৫ লিগ মিলেই যা সর্বোচ্চ।

আর সব প্রতিযোগিতা মিলে তার গোল সংখ্যা এখন ৪৩। যা ২০১৬-১৭ মৌসুমে করা নিজের এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তির সমান।

আত্মঘাতী গোলে লিড নেওয়ার পর বেঞ্জামিন পাভার্ড ও লেভানডফস্কি গোল করে প্রথমার্ধেই দলকে ৩-০ তে এগিয়ে দেন। বিরতির পর দুই মিনিটের ব্যবধানে লেভানডফস্কি ও আলফানসো ডেভিস গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ঠিক ১০ পয়েন্ট এগিয়ে তারা। যদিও এক ম্যাচ কম খেলেছে ডর্টমুন্ড। তবে এখন থেকে বায়ার্নকে শিরোপা হাত ছাড়া করা অনেকটা অসম্ভবই বলা চলে।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন