নিজেকে করোনামুক্ত ঘোষণা নেইমারের

  11-09-2020 08:12PM

পিএনএস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমারের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে ভেঙে পড়েছিলেন ভক্তরা। তাদের জন্য নেইমার এবার সুখবর দিয়েছেন। আজ সন্ধ্যায় টুইট করে নিজেকে করোনামুক্ত ঘোষণা করেছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা। একই সঙ্গে অনুশীলনে ফেরার ঘোষণাও দিয়েছেন তিনি।

গত ২ সেপ্টেম্বর নেইমারের করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর আগে বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে ইবজার সমুদ্রসৈকতে তিনি আয়েশ করতে গিয়েছিলেন। সেখানেই তারা করোনায় আক্রান্ত হন। এবার করোনামুক্তির খবর দিয়ে নেইমার ছোট্ট এক টুইটে লিখেছেন, 'আমি অনুশীলনে ফিরেছি। ভীষণ ভালো লাগাছে।' হ্যাশট্যাগে লিখেছেন 'করোনা আউট'।

করোনার কারণে পিএসজির সাতজন তারকা খেলোয়াড় স্কোয়াডের বাইরে চলে গেছে। এদের মধ্যে নেইমার ও কিলিয়ান এমবাপ্পে আছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হওয়ার পর ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হন নেইমার। তাকে ছাড়া লিগ ওয়ানের নতুন মৌসুম হার দিয়ে শুরু করেছে পিএসজি। সেটাও আবার নবাগত এক দলের কাছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন