জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ইমরুল কায়েস

  19-04-2024 06:37PM

পিএনএস ডেস্ক : সবশেষ বিপিএলটা ভালো কাটেনি ইমরুল কায়েসের। শুরুর তিন ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও পরে ইনজুরির কারণে ছন্দপতন হয় বাঁ-হাতি এই ওপেনারের। সেই চোট কাটিয়ে ইমরুল ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। শুরুর দিকে একটি সেঞ্চুরিও করেছিলেন মোহামেডানের এই অধিনায়ক। সবশেষ আজ ব্যাট হাতে করেছেন অপরাজিত ৯২ রান।

মিরপুর শের-ই বাংলায় ম্যাচ শেষে তার কাছে গণমাধ্যমের প্রশ্ন জাতীয় দলে ফেরা নিয়ে। জবাবে ইমরুল বলেন, ‘এখানে খেলছি, এখানে খেলতে দিন না। এখানেই খেলি। জাতীয় দল পরে দেখা যাবে। (ডিপিএলের মাঝামাঝিতে ছন্দ হারানো নিয়ে) ক্রিকেটে ক্যারিয়ারই এমন, সবসময় ভালো খেলবেন না, উত্থানপতন থাকবে। একটা বিরতির পর সব নতুন করে শুরু করতে পেরেছি। নতুন করে ব্যাটিং নিয়ে কাজ করেছি।’

ডিপিএল নিয়ে ইমরুল বলেন, ‘বাংলাদেশে ডিপিএলের ওপর কোনো লিগ নেই। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, ভালো ভালো বোলার থাকে, স্পিনার থাকে। যাদের মোকাবিলা করে আপনাকে রান করতে হবে। স্কিলফুল ব্যাটার থাকে, বোলাররাও সেই চ্যালেঞ্জ নেয়। যখন বিদেশিরা খেলতো ওরাও বলেছে, প্রিমিয়ার ডিভিশনে অনেক ভালো ক্রিকেট হয়।’

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন