আমিরকে সামলাও ভারতকে গাভাস্কার

  19-03-2016 06:14AM

পিএনএস: ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ আজ। কলকাতার ইডেন গার্ডেনস প্রস্তুত। দুই দলের মধ্যে কে ফেভারিট তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু ইডেন গার্ডেনসে পাকিস্তানের স্মৃতিটা ভিন্ন। এখানে কখনও স্বাগতিক ভারতের কাছে হারেনি তারা। পাকিস্তানের প্রধান প্রেরণা দু’টি। প্রথমত, এই মাঠের পূর্ব ফলাফল। দ্বিতীয়ত, চলতি আসরের প্রথম ম্যাচ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে শুভসূচনা করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের অভিজ্ঞতা ভিন্ন। নাগপুরে তারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে। এতে টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয়টা খুবই জরুরি ভারতের। কিন্তু আগুনে এই লড়াইয়ে পাকিস্তানকেই ফেভারিট মনে করছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। আর ভারতকে তিনি সতর্ক করে দিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে। মোহাম্মদ আমিরকে সামলে দেখেশুনে খেলার পরামর্শ দিলেন ভারতের ব্যাটসম্যানদের। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের জাতীয় দলে ফিরে নিয়মিত নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন আমির। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট নেয়ার পর এশিয়া কাপে নেন ৪ ম্যাচে ৭ উইকেট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেন ২৭ রানে ২ উইকেট। আমিরের এমন দুর্দান্ত নৈপুণ্যতেই যত ভয় গাভাস্কারের। বলেন, ‘আমিরের অনেক বল দেরিতে সুইং হয়। যেটা ব্যাটসম্যানদের খুবই সমস্যায় ফেলে। আমির দারুণভাবে বলগুলো ইনসুইং করাতে পারে। বাঁহাতি পেসারদের ক্ষেত্রে এই দক্ষতাটা বিরল। কিন্তু আমির সেটা দারুণভাবে পারে। ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা এবং ভারতের অন্য ব্যাটসম্যানরাও সম্ভবত বিষয়টা জানে। আমি বলবো- তারা যেন আমিরকে সাবধানে ও সমীহ করে খেলে। বিশেষ করে তার প্রথম দু’টো ওভার খুবই দেখেশুনে খেলতে হবে।’ গাভাস্কার আরও বলেন, ‘ভারত প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হারায় এই ম্যাচে তারা খুবই চাপে থাকবে। তবে পাকিস্তান প্রথম ম্যাচ দাপটের সঙ্গেই জিতেছে। ভারতে এসে তারা ইডেনেই অনুশীলন ম্যাচগুলো খেলেছে। পরিবেশের সঙ্গে তারা বেশ মানিয়ে নিয়েছে। এতে মনে হচ্ছে পাকিস্তান এদিন কিছুটা ফেভারিট থাকবে।’ দুই দলের ব্যাটে-বলের লড়াই নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি- লড়াইটা এখনও ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। যদিও সম্প্রতি ভারতের পেসাররা দারুণ করছে। তারপরও দুই দলের লড়াই ব্যাটিং বনাম বোলিং’।


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন