বেসিসের ওয়েবসাইটে হ্যাকারদের অ্যাটাক

  26-05-2018 07:00PM

পিএনএস ডেস্ক: মিয়ানমারের একদল হ্যাকারের কবলে পড়েছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসস-বেসিসের ওয়েবসাইট।

শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় দেখা যায়। ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে তার বার্তা ঝুলিয়ে দেয় ‘মিয়ানমারের গ্রে হ্যাট টিনএজার্স.’।

বেসিসের জনসংযোগ কর্মকর্তা ওয়াসেক সাজ্জাদ জানান, ওয়েবসাইট হ্যাকড হওয়ার কিছুক্ষণ পরই বেসিসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ শুরু করে দেয়। তারা সাইটের কোনো ইনফরমেশন মিসিং আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

শনিবার দুপুরের দিকে গ্রে হ্যাট টিনএজার্স গ্রুপ তাদের ফেসবুক পেইজে বেসিসের সাইট হ্যাক করার ঘোষণা দেয়। একইসঙ্গে তারা বাংলাদেশের দৈনিক ইনকিলাবের সাইট হ্যাকেরও হুমকি দিয়েছে।

বেসিসের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, বিকেল ৪টার দিকে সাইটের নিয়ন্ত্রণ বেসিসের বিশেষজ্ঞদের হাতে চলে এসেছে। আশা করা হচ্ছে, শিগগির সাইটটি আগের অবস্থায় ফিরে আসবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন