যেভাবে পাঠানো মেইল ফেরত আনা যাবে জিমেইল অ্যাপে

  23-08-2018 05:18AM

পিএনএস ডেস্ক : তাড়াহুড়ো করে মেইল পাঠানোর পরে অনেকেরই মনে হয় মেইলটি ফেরত এনে একটু সংশোধন করে যদি আবার পাঠানো যেত! হঠাৎ করে মেইলের সেন্ড বাটনে চাপ পড়ে যাওয়ায় অনেকেই আবার তা ফেরত আনতে চান। যদিও তেমন সুযোগ এর আগে জিমেইলের অ্যাপে ছিল না।

সম্প্রতি বিশ্বখ্যাত ওয়েব মেইল প্রোভাইডার জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপে আসছে ‘আনডু সেন্ড’ বাটন। এতে পাঠিয়ে দেওয়া মেইল আবার ফেরত আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।

জিমেইলের অ্যাপ সংস্করণে আনা এই ফিচার ব্যবহারকারীদেরকে এই বিড়ম্বনা থেকে রক্ষা করবে। কিছুদিন আগে এ সুবিধা জিমেইলের ওয়েব ভার্সন ব্যবহারকারীরা পেয়েছেন।

জিমেইলের অ্যাপটির ৮.৭ সংস্করণে এই ফিচার আনা হবে। ব্যবহারকারী কোনো মেইল পাঠিয়ে দেওয়ার ১০ সেকেন্ডের মধ্যে তা বাতিল করতে চাইলে এই ফিচার ব্যবহার করে রক্ষা পেতে পারেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন