অ্যাকাউন্ট ছাড়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার বন্ধ!

  28-12-2019 04:43PM

পিএনএস ডেস্ক:শুধু মোবাইল নম্বর দিয়ে মেসেঞ্জার চালানোর সুবিধা বাতিল করে দিচ্ছে ফেসবুক। এখন থেকে মেসেঞ্জার চালাতে গেলে ফেসবুকে বাধ্যতামূলক অ্যাকাউন্ট থাকা লাগবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট এ খবর দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভেঞ্চারবিটকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকের একজন মুখপাত্র।

ভেঞ্চারবিটের খবরে বলা হয়েছে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলেই শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে এতদিন মেসেঞ্জার চালানো যেত। কিন্তু সেই সুবিধা বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেসেঞ্জারে নতুন হলে ফেসবুক বাধ্যতামুলক অ্যাকাউন্ট থাকা লাগবে।

ফেসবুকের ওই মুখপাত্র ভেঞ্চারবিটকে বলেন, আমরা দেখেছি অধিকাংশ মেসেঞ্জার ব্যবহারকারী ফেসবুকে লগইন করে মেসেঞ্জার ব্যবহার করছেন। প্রক্রিয়াটিকে আরো সহজ করতে চাই আমরা। যারা এখন ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার করছেন, তাদের মেসেঞ্জার সুবিধা বন্ধ হবে না। তাদের আপাতত কিছু করতে হবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন