সাভারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!

  18-01-2018 10:57AM


পিএনএস, সাভার: রাজধানীর অদূর সাভারে ভেকু দিয়ে মাটি কাটার সময় একটি এয়ার বোমা পাওয়া গেছে। প্রাথমিক ধারণা_ বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে সাভারের আমিনবাজার বসুধা এলাকায় একটি ইট ভাটায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, বসুধা এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় এয়ার বোমাটি দেখতে পায় স্থানীয়রা।

পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এরপর বোমাটি পরীক্ষা করার জন্য সাভার সেনানিবাসে খবর দেয়া হয়। সেনাবাহিনীর তিন সদস্যের গোলা বারুদ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন।

প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে এয়ার বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয়েছিল।

এদিকে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া গেলেও এর ভেতরে এখনও বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল মিয়া আরটিভি অনলাইনকে বোমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন