ব্যবসায়ীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা

  17-04-2018 08:20AM

পিএনএস ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে ব্যবসায়ীদের সুবিধার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে মোট ৫০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ২৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৫টি স্থাপন করা হবে।

ভান্ডারিয়া পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতি জানায়, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অর্থায়ণে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম দিনেই ১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার জানান, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করায় আমরা তাকে আন্তরিক অভিবাদন জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী জানান, শহরের সব জনগুরুত্বপূর্ণ এলাকায় ক্যামেরা স্থাপন হলে ব্যবসায়ী ছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর বখাটের উৎপাত বন্ধ হবে। এছাড়া ফুটপাতে অবৈধ দখলদারকেও নিয়ন্ত্রণে আনতে সুবিধা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন