শার্শায় ৩০টি পূজা মণ্ডবে দূর্গা উৎসবের শেষ প্রস্তুতি

  14-10-2018 06:25PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : শরতের শুভ্রতার সাথে ধরাধামে এ পৃথিবীতে নাইয়ে বাবার বাড়ীতে আসছেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা। তাই যশোরের শার্শায় ৩০টি পূজা মণ্ডবে দূর্গা উৎসবের শেষ প্রস্ততি। ভাস্করদের নিপূন হাতে গড়া প্রতিমাগুলোতে চলছে শেষ রংয়ের কাজ।সোনাতন ধর্মাবলম্বীরা আসছেন প্রতিমা দর্শনে।

রবিবার মহাষষ্টীর মধ্যদিয় শুরু হচ্ছে দূর্গাপূজা। শার্শার ৩০টি পূজা মণ্ডবের মধ্যে উলাশি পূজামণ্ডবটি এবার শ্রেষ্টত্ব পাবে। মহিশুরের দেহের উপর গড়ে তোলা হয়েছে দৃষ্টি নন্দন প্রতিমা। দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে প্রতি মা। ভাস্কর কলারোয়ার রবীন্দ্র পাল ও বিশ্বজীত পাল বলেন, ১০দিন ধরে তিলে তিলে গড়ে তুলেছেন প্রতিমা। প্রতিবারের ন্যায় এবারও দূর্গাপূজা হবে জাকজমক।

উলাশি পূজা উদযাপন কমিটি সম্পাদক শ্রী উত্তম দত্ত জানান, ভাস্কৃর্য্য শিল্পি দর্শনার্থী ও পূজা কর্তৃপক্ষের আশা উলাশির মণ্ডবটি শ্রেষ্ট হবে, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন