মেহেরপুরে জেলা কারাগারে হাজতির মৃত্যু

  22-09-2019 06:08PM

পিএনএস ডেস্ক : মেহেরপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে বকুল ইসলাম (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

হাজতি বকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তার হাজতি নম্বর১২৯৮/১৯। তিনি পারিবারিক মামলায় হাজত বাস করছিলেন।

মেহেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার শরিফুল আলম জানান, গত ২০ সেপ্টেম্বর একটি পারিবারিক মামলায় বকুল ইসলামকে হাজতে পাঠায় আদালত। আজ সকালের নাস্তা খাওয়ার পর সে বসেছিল। এরই মধ্যে সকাল সোয়া ৯টার দিকে তার হঠাৎ হার্ট অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, হাজতি বকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও হাজতির পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই বিকালের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতারে কর্তব্যরত চিকিৎসক অঞ্জন দত্ত জানান, হাজতি বকুল ইসলাম হার্ট অ্যাটাকে মারা গেছেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন