লক্ষ্মীপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা

  14-11-2019 05:00PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : (১৪-১৬ নভেম্বর) জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে লক্ষ্মীপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও কবি নজরুল ইনষ্টিটিউট এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে কালেক্টর ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর আসনে এমপি একে এম শাহাজাহান কামাল।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কবি নজরুল ইনষ্টিটিউট এর সচিব ও প্রকল্প পরিচালক মো: আব্দুর রহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নজরুল ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউজ্জামান ভৃঁইয়া প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন