পাম-সয়াবিন তেল ও মসুর ডাল কিনবে সরকার

  11-12-2024 05:53PM

পিএনএস ডেস্ক: স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সয়াবিন তেল, পাম অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল কিনবে সরকার। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা ধরে মোট ব্যয় হবে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা।

একই কোম্পানির কাছে থেকে ১ কোটি ১০ লাখ লিটার লুজ পাম অয়েল কিনবে সরকার। প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩০ টাকা ধরে এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা।

এ ছাড়া রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে কেজিপ্রতি ৯৫ টাকা ৯৭ পয়সা ধরে মোট ৯৫ কোটি ৯৭ লাখ টাকার ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

সবগুলো পণ্যই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য কিনবে সরকার।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন