কক্সবাজারে অস্ত্র-টাকাসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

  09-11-2023 02:51PM



পিএনএস ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় জাহিদ হোসাইন নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি এবং এক লাখ ৪২ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ হোসাইন একই ক্যাম্পের বদিউজ্জামানের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি এবং এক লাখ ৪২ হাজার ৩৪০ টাকাসহ জাহিদ হোসাইন নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঐ রোহিঙ্গা সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন