রাজধানীতে মাদক বেচাকেনা, গ্রেফতার ১৬

  24-11-2023 12:59PM





পিএনএস ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৭৫২টি ইয়াবা, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন