পিএনএস ডেস্ক: রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত (১৮) হত্যার ঘটনায় তারই সহপাঠী মূল অভিযুক্ত চৌধুরী রাজিন ইকবালকে (১৮) গ্রেফতার করেছে র্যারব-৪।
রোববার (৭ জুলাই) রাতে হবিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় রাজিন ও তার বাবা ইকবাল হোসাইনকে আসামি করে মামলা করেন নিহত রাফিতের বাবা আবুল বাশার।
রাজিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাকব-৪-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।
তিনি বলেন, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজিনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সোমবার (৮ জুলাই) বিস্তারিত জানানো হবে।
এর আগে পূর্বশত্রুতার জেরে শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় কর্মাস কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারের একটি বাসায় কলেজশিক্ষার্থী জুবায়ের হাসান রাফিতকে ডেকে নিয়ে ধারালো বটি দিয়ে হত্যা করা হয়।
নিহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তার বাবার নাম আবুল বাসার। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন তিনি।
পিএনএস/রাশেদুল আলম
সহপাঠীর বাসায় কলেজশিক্ষার্থী খুন: মূল আসামী রাজিন গ্রেফতার
08-07-2024 01:22AM