জুনে রেমিট্যান্স এলো ২৫৪ কোটি ডলার

  01-07-2024 05:59PM

পিএনএস ডেস্ক: দেশে ২৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে গত জুন মাসে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। যার ব্যতিক্রম হয়নি এবারও।

এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ কোটি মার্কিন ডলার।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন