ডিমের দাম বেশি রাখায় ১০৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  05-07-2024 08:50AM

পিএনএস ডেস্ক: রাজধানীসহ সারাদেশে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ডিমের দাম বেশি রাখায় ১০৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে খুচরা, পাইকারি ও আড়তে ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ঢাকা মহানগরীতে আজ অধিদপ্তরের তিন টিম বাজার তদারকি করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশে মোট ৪৯ জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সারাদেশে ৫২ টিম অভিযান চালিয়ে ১০৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৩ জুলাই সারাদেশে ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অধিদপ্তরের ৬০ টিম বাজার তদারকির মাধ্যমে ১৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন