পিএনএস ডেস্ক: ঢাকায় থাকেন গায়িকা পুতুল। বাবা-মায়ের বাড়ি ফেনী শহরে। গত কয়েক দিনে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পুতুলদের ফেনী শহরের উকিলপাড়ার বাড়ির দোতলা পর্যন্ত পানি উঠেছে। এই বাড়িতে পুতুলের ভাই তাঁর পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন। গত দুদিনে বন্যার পানি বেড়ে যাওয়াতে পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। শহরের সেই বাড়িতে পানিবন্দী সবাই। গতকাল বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজও পাচ্ছে না পুতুল!
আজ শুক্রবার দুপুরে পুতুল বললেন, ‘খুব খারাপ অবস্থা। আমার ভাই-বোন আর তাদের পরিবার ফেনীতে থাকে, গতকাল থেকে ওদের কারও সঙ্গে যোগাযোগ নেই। বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে, এটুকু জানি। আর কিছুই জানতে পারছি না। ভাইয়ের পরিবারের কথা জানি না। ছোট ছোট বাচ্চা ওদের। আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি। এখন কী অবস্থা, কিছুই জানি না।’
কথা প্রসঙ্গে জানা গেছে, তিনতলা বাড়ির দোতলায় পুতুলের ভাইয়ের পরিবার আর ভাড়াটে থাকেন। বোন থাকেন শহরের বাইরে। পুতুল বললেন, ‘আমার এলাকাসহ বন্যাকবলিত সব এলাকার কী যে ভয়াবহ অবস্থা, ভাবলেই গা শিউরে ওঠে! একটাই কথা, আল্লাহ আমাদের রক্ষা করো।’
এদিকে বন্যার পানি ফেনী শহরের রাস্তাঘাট যখন ডুবিয়ে দেয়, তখন ফেসবুক পোস্টে পুতুল লিখেছিলেন, ‘আহা! আমার ফেনী পানির তলায়। সবাই সবার সাধ্যমতো দুর্গতদের পাশে দাঁড়াই; বন্যায় আক্রান্ত মানুষগুলোকে বাঁচাই...।’
ফেনী শহরের বেড়ে ওঠা পুতুলের। ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে যাত্রা শুরু তাঁর। দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকাতে থাকছেন।
এসএস
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল
23-08-2024 05:55PM