পিএনএস ডেস্ক: ২০২১ সালে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ সিরিজটি নির্মাণ করেন সময়ের আলোচিত নির্মাতা আশফাক নিপুন। সিরিজটি হইচইয়ে উন্মুক্ত হওয়ার পর বেশ জনপ্রিয়তা পায়। এর চেয়েও বেশি হলো মানুষের বিবেককে নাড়া দেয়, যেন সবাই মিল খুঁজে পায় সেই সময় মহানগরের পুলিশি ব্যবস্থার সঙ্গে। দর্শকমনে দাগ কেটে যায় ওসি হারুনের নানাবিধ কারবার!
সেই সিরিজের প্রথম সিজন ৩০ আগস্ট থেকে দেখা যাবে একদম বিনা মূল্যে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে এটি। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। নিশ্চিত করেছে হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ।
নির্মাতা নিপুন বলেন, ‘এটা তো দর্শকপ্রিয় একটি সিরিজ। এটা নিয়ে দর্শকদের আগ্রহ এখনো বুঝতে পারি। সেটা আবার দেখার সুযোগ পাবে দর্শক। হইচইয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমার মনে হয়, হইচইয়ের যে প্রত্যাশা ছিল সিরিজটি নিয়ে, সেটা পূরণ হয়েছে। এরই মধ্যে ‘মহানগর-২’ চলে এসেছে। সে কারণেই হয়তো এটি দর্শকদের ফ্রিতে দেখার সুযোগ করে দিচ্ছে।’
‘মহানগর’-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খায়রুল বাসার প্রমুখ।
এসএস
এবার বিনা মূল্যে ‘মহানগর’
28-08-2024 11:25PM