পিএনএস ডেস্ক: আগামী বছরের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে ‘বোরকা’। ওই সময় থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাকে প্রায় ১ হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে, যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান।
২০২১ সালে সুইজারল্যান্ডে এ বিষয়ের ওপর একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই গণরায় কার্যকর করা হবে।
তবে, ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল দেশটির মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। আইনটি খুবই কম ভোটের ব্যবধানে পাস হয়েছিল।
অবশ্য, সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক নারীই মুখ ঢাকা বোরকা পরেন। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে বসবাসকারী মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে।
তবে, সুইস সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।
স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনে কাজের বেলাতেও।
এছাড়া ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।
পিএনএস/রাশেদুল আলম
২০২৫ সাল থেকে ‘বোরকা’ নিষিদ্ধ সুইজারল্যান্ডে
08-11-2024 11:18PM