বড় ব্যবধানে ভারতের জয়

  15-01-2025 10:27PM

পিএনএস ডেস্ক: নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর গড়েছিলো ভারতীয় নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে পেয়ে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রানের বিশাল স্কোর গড়েছে স্মৃতি মন্দানারা। রাজকোটে তৃতীয় ওয়ানডেতে জবাব দিতে নেমে ৩১.৪ ওভারে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় আইরিশ মেয়েরা। ফলে ৩০৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারতের মেয়েরা।

৪৩৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড নারী ক্রিকেটাররা। গ্যাবি লুইস আউট হন ১ রানে। শূন্য রানে আউট হন ওয়ানডাউনে নামা ক্রিশ্চিনা কাল্টার রেইলি। এরপর অবশ্য সারাহ ফরবেস ও ওরলা প্রেন্ডেগ্রাস মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৮৮ রান পর্যন্ত নিয়ে যান তারা।

৪৩ বলে ৩৬ রান করে আউট হয়ে যান ওরলা। ৪৪ বলে ৪১ রান করে আউট হন সারাহ ফরবেস। ১০ রান করেন লরা ডেলানি। ১৫ রান করেন লিহ পল। বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। ভারতের হয়ে দিপ্তি শর্মা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন তানুজা কানওয়ার।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করে ভারত। ২৩৩ রানের জুটি গড়েন প্রাতিক রাওয়াল ও স্মৃতি মন্দানা। ১৫৪ রান করেন রাওয়াল এবং ১৩৫ রান করেন স্মৃতি মন্দানা। ৫৯ রান করেন রিচা ঘোষ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন