ট্রাম্পের মন জয়ে ‘উপহার’ নিয়ে গেলেন মোদি

  13-02-2025 08:37PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। ভারতীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের মন জয়ে ‘উপহার’ নিয়ে যাচ্ছেন মোদি।

আর সেগুলো হলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যুদ্ধযান এবং বিমানের ইঞ্জিন কেনার প্রতিশ্রুতি।

তাদের বিশ্বাস নতুন বাণিজ্য, চীন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস ট্রাম্পের মন জয়ে সহায়ক হবে এবং এতে তিনি ভারতের ওপর শুল্ক ছাড় দেবেন।

ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন মোদির সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক বিষয়ে আলোচনা হবে। দুজন ভারতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানি এবং পারমাণবিক শক্তি নিয়ে কথা বলতে পারেন। এছাড়া বেশ কয়েকটি খাতে শুল্ক ছাড়ের ব্যাপারে আলোচনা হবে। যারমধ্যে রয়েছে বৈদ্যুতিক, মেডিকেল, অস্ত্রোপচার সংশ্লিষ্ট যন্ত্রাংশ এবং রাসায়নিক।

ট্রাম্প প্রশাসনের বিশ্বাস এই খাতগুলোয় ভারতের উন্নতি করতে হবে। তাদের মতে, ভারত যুক্তরাষ্ট্রের এসব পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে।

অপরদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, মোদি ট্রাম্পকে অনুরোধ করবেন, যেসব অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে তাদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়। চলতি মাসের শুরুতে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ওই সময় তাদের সবার হাত ও পা শিকল দিয়ে বাঁধা ছিল।

আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮০০ ভারতীয়কে ফেরত পাঠাবে দেশটি। আগে যে ১০৪ জনকে ফেরত পাঠানো হয় তাদের শিকল দিয়ে বাঁধার ঘটনায় উদ্বেগ জানায় ভারত। যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় ৮ লাখ অভিবাসী আছেন। যার মধ্যে ২০ হাজার জন অবৈধ। তাদের সবাইকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র: রয়টার্স, এনডিটিভি

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন