আয়নাঘর নিয়ে যা বললেন দুদু

  13-02-2025 09:37PM

পিএনএস ডেস্ক: বিগত সরকারের আমলের বহুল আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে এবার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি বলেন, ছয় মাস পরে গতকাল আমরা যে ঘটনাটি দেখলাম, যেখানে মানুষদেরকে নারকীয়ভাবে আটকে রাখা হতো, গুম করা হতো, সেই জায়গাগুলোর বিষয়ে সোশ্যাল মিডিয়া ও পত্র-পত্রিকায় যেসব কথা আসছে সেগুলো দুঃখজনক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। 

শামসুজ্জামান দুদু বলেন, এখানে যাদেরকে ধরে রাখা হয়েছিল, সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিল বলে আমরা জানতাম। রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে বন্দি এবং অমানবিক জীবনযাপন করেছেন। এর বিরুদ্ধে যেসব সংগঠন এবং সাংবাদিকরা কাজ করেছে, গতকাল আমরা দেখলাম সেসব সংগঠনের কোনো নেতানেত্রীকে সেখানে আহ্বান করা হয়নি। বিদেশি সাংবাদিকরা সেখানে ছিল। কিন্তু, দেশের কোনো সাংবাদিককে আয়নাঘর পরিদর্শনে নিয়ে যাওয়া হয়নি। এটা দুঃখজনক ঘটনা। 

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে। কখন কোনটা করতে হবে, কীভাবে করতে সেটা সরকার বুঝতে পারছে না।  

পতিত স্বৈরাচার সরকার ১৬-১৭ বছর ধরে নির্বিচারে খুন, গুমসহ দেশকে একেবারে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে রূপান্তর করার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে তারা। সেই খুনিকে আমরা এখনও পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি। তদন্তের নামে ছয় মাস পার হয়ে গেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, যদি বিচার করতে না পারেন, যদি খুনিকে খুনি বলতে আপনাদের বাঁধা ও অস্বস্তি লাগে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আপনাদের নেই। 

শামসুজ্জামান দুদু বলেন, অনতিবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদেরকে যথাযথ বিচার করতে হবে।          

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনর রশিদ, যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহসভাপতি রাশেদ প্রদান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন