মণিপুরে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা

  14-02-2025 01:15AM

পিএনএস ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরপরই ফের সহিংসতার ঘটনা ঘটল। উত্তর-পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে সহকর্মীদের উপর গুলি চালালেন এক সেনা সদস্য। গুলিতে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। গুলি করার পর ওই সেনা সদস্যও আত্মহত্যা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজ্যের ইম্ফল পশ্চিম জেলার লামফেলে বাহিনীর ক্যাম্পে এই ঘটনা ঘটে। হতাহতরা বাহিনীর ১২০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন বলে জানিয়েছে মণিপুর পুলিশ।

পুলিশ জানিয়েছে, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনা, আজ রাত আনুমানিক ৮ টায়, ইম্ফল পশ্চিম জেলার অন্তর্গত লামসাং-এর একটি সিআরপিএফ ক্যাম্পের ভিতরে এ হত্যার ঘটনা ঘটেছে। সেখানে একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে ঘটনাস্থলেই তার নিজের দুইজন সিআরপিএফ সহকর্মীকে হত্যা করেছে এবং আটজন আহত হয়েছেন। পরে সেও অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে ছুটে এসেছেন পুলিশ ও সিআরপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।'

এ ঘটনায় আহত সদস্যদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (আরআইএমএস) স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছে দেশটি। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় বৃহস্পতিবার সহিংসতা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়।

সূত্র: এনডিটিভি

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন