মুরিগঙ্গা নদীতে দুর্ঘটনা, ডুবল বাংলাদেশি জাহাজ

  17-02-2025 05:04PM

পিএনএস ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুরিগঙ্গা নদীতে বালুচরে ধাক্কা খেয়ে ছাইবাহী বাংলাদেশি একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুরিগাঙ্গা নদীতে ওই কার্গো ডুবতে শুরু করে বলে রাজ্যের সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর দ্য হিন্দু।

ওই কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার কবলে পড়া কার্গো জাহাজটি থেকে ছাই সরিয়ে নেওয়ার পর সেটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। জাহাজটি থেকে নদীতে ছাই ছড়িয়ে পড়ছে বলেও স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন।

ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশি জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ আছেন। তাদের জাহাজ থেকে উদ্ধারের পর সাগর থানায় নেওয়া হয়েছে। ছাইবাহী কার্গোটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে; যাতে সেটি প্রতিবেশী দেশে ফিরে যেতে পারে।

আইডব্লিউএআইয়ের আঞ্চলিক প্রধান জিজে রেড্ডি বলেছেন, গত ১৩ ফেব্রুয়ারি রাতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছিল।

এদিকে, ঘোরামারা দ্বীপের একজন পঞ্চায়েত সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কবলে পড়া কার্গো জাহাজটির একটি ভিডিও শেয়ার করেছেন। এতে বাংলাদেশি জাহাজটি থেকে মুরিগাঙ্গা নদীতে ছাই ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

জীবিকার জন্য নদীর ওপর নির্ভর করা স্থানীয় জেলেরা এই ঘটনায় নদীতে দূষণ ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

কলকাতা বন্দরের একজন কর্মকর্তা বলেছেন, সাধারণত মুরিগঙ্গা নদীর ওই চ্যানেলে কোনও বন্দরগামী জাহাজ চলাচল করে না। যে কারণে বন্দর পরিচালনায় কোনও হুমকি নেই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন