অনলাইন জুয়া নিয়ে ভয়াবহ তথ্য দিলেন পলক

  04-07-2024 03:37PM

পিএনএস ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অনলাইন জুয়া দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। জুয়ার কারণে পরিবার ধ্বংস হচ্ছে। দেশের টাকা পাচার হচ্ছে। এসব মেনে নেয়া যায় না। এসব বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘আইসিটি এবং মানসিক স্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার বুলিং, ডিপফেইক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষকে হয়রানির জন্য ফেসবুক, টিকটক, এক্স ও হোয়াটসঅ্যাপের মতো প্লাটফর্মগুলো দায়ী। এ প্রতিষ্ঠানগুলো ক্রিমিনাল। তাদেরকে নিয়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসা হবে।

তিনি আরো বলেন, প্রযুক্তির এসব কুফল থেকে সবাইকে সবার স্থান থেকে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির যতসব সুফল আছে, সেগুলোর ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন