পিএনএস ডেস্ক: রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-৬ নম্বরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
এএ
মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
20-01-2025 01:48AM