সঞ্চয় অধিদপ্তরের নতুন ডিজি রওশন আরা বেগম

  05-03-2025 08:09AM

পিএনএস ডেস্ক: জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম। প্রেষণে তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া খানমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন