পিএনএস ডেস্ক: রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
মঙ্গলবার (৪ মার্চ) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদের গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহারে সচেতন করতে মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সঙ্গে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
এছাড়া মসজিদে উপস্থিত মুসল্লিদের বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের তথ্য শুক্রবার মুসল্লিদের কাছে খুতবায় এবং তারাবিতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ডেসকোর সব বিভাগ তাদের আওতাধীন এলাকার মসজিদ পরিদর্শন করে মসজিদের অনুমোদিত লোডের বিপরীতে প্রকৃত লোড নিরূপণ করা ও অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহারকারী মসজিদসমূহে লোড বৃদ্ধির কার্যক্রম চালমান।
এছাড়া বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সচেতন করতে ডেসকো এলাকার মার্কেট, শপিংমলের পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, মার্কেট এবং বাসা বাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ডেসকোর উদ্যোগ
05-03-2025 08:23AM
