পিএনএস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতার মূলপর্বে ওঠার সমীকরণটাই কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। মূলপর্বে খেলতে হলে গ্রুপপর্বের পরবর্তী দুই ম্যাচ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই।
ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়। আসুন জেনে নেয়া যাক এই ম্যাচ সম্পর্কে খুঁটিনাটি।
* টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের জন্য এটা মরন-বাঁচন ম্যাচ। আসরে টিকে থাকতে হলে ওমানের বিপক্ষে এই জিততেই হবে।
* বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমান ১০ উইকেটের ব্যবধানে নাবগত পাপুয়া নিউগিনিকে হারিয়েছে ওমান। অন্যদিকে, উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের কাছে মাত্র ৬ রানের ব্যবধানে লজ্জাজনক পরাজয় ঘটেছে বাংলাদেশের।
* ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-ওমান মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ জয়লাভ করে ৫৪ রানে।
* র্যাং কিংয়ে বাংলাদেশ রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। ওমান রয়েছে ১৮তম স্থানে।
* ওমানের অধিনায়ক জিসান মাকসুদ হতে পারেন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, বরাবরের মতই ব্যাট হাতে সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ বাংলাদেশের অন্যতম ভরসার নাম।
পিএনএস/আনোয়ার
বাংলাদেশ বনাম ওমান; জেনে নিন খুঁটিনাটি
19-10-2021 12:40PM