পিএনএস ডেস্ক: ফেসবুক আইডিতে দেয়া কিছু স্ট্যাটাসের কারণে গত দুইদিন ধরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব। বিষয়টি নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারা ইতিমধ্যে কথা বলেছে সাকিবের সঙ্গে। দ্রুত এই ক্রিকেটারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই নজর কাড়েন সাকিব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুই উইকেট নেন তিনি। তার আগে ব্যাট হাতে করেন আট বলে ১৪ রান। এরপর প্রশংসায় ভাসা শুরু করলেও দ্রুত পরিস্থিতি বদলে যায়।
এর আগে গতকাল বিসিবি'র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছিলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খতিয়ে দেখছি। আমরা ওর সঙ্গে কথা বলছি।
কথা বলে নিই, তারপর জানাবো। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’
মূলত কর্মজীবী নারীদের নিয়ে ফেসবুক স্ট্যাটাসের কারণেই তোপের মুখে পড়েন সাকিব। তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’
পিএনএস/আনোয়ার
তানজিম সাকিবের সঙ্গে কথা হয়েছে বিসিবি'র, সিদ্ধান্ত আসছে
19-09-2023 01:35PM