বাবা-মেয়ের মিলন হলো, আল্লাহ চাইলে শামিও শুধরে যাবে: হাসিন

  07-08-2024 12:47PM

পিএনএস ডেস্ক: হাসিনের সঙ্গে শামির বিচ্ছেদ মামলা কোর্টে ঝুলছে ছয় বছর ধরে। অবশেষে মেয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামি। ছয় বছর পর বেবোকে (মেয়েকে এই নামেই ডাকেন শামি) কাছে পেয়ে আবেগপ্রবণ তিনি। মেয়েটা তার এখন বাবার কাঁধ ছুঁয়ে ফেলেছে। যে শামি ২২ গজে বিপক্ষ ব্যাটসম্যানের ত্রাস, সে আজ একজন সাধারণ বাবা।

অবশেষে সামনে এলো সেই ইমোশন্যাল ছবি। মেয়েকে কাছে পেয়ে বুকে জড়ালেন শামি। চোখের কোণ চিকচিক করল তার। বাবাকে কাছে পেয়ে যারপরনাই খুশি মেয়ে আয়রা। গত বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন শামি। সেই ফাঁকেই আদালতের অনুমতি সাপেক্ষে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান এ পেসার। বাবা-মেয়ের ইমোশন্যাল রিইউনিয়নের ছবিতে ক্যাজুয়াল পোশাকে দেখা মিলল দুজনের। এ সময় কান্নায় ভেঙে পড়েন শামি।

ঝটিকা সফরে কলকাতা এসে মেয়ের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা সময় কাটান শামি। ইস্টবেঙ্গল দিবসে 'প্রাইড অফ বেঙ্গল' স্বীকৃতি পেয়েছেন শামি। তবে এই সম্মানকে ছাপিয়ে গেল মেয়ে আয়রার সঙ্গে দেখা করার সুযোগ। ৯ বছরের আয়রা সেভাবে বাবাকে কাছে পায়নি।

বৃহস্পতিবার মেয়ের সঙ্গে তার পছন্দের রেস্তোরায় খাওয়াদাওয়া করেছেন মোহাম্মদ শামি। অর্ডার করেছিলেন আয়রার পছন্দের খাবার। মেয়েকে উপহারও দিয়েছেন তিনি। মেয়েকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা শামি। সপ্তাহখানেক আগেই ছিল আয়রার জন্মদিন। সামাজিকমাধ্যমে সেই সময় মেয়েকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে মেয়ের সঙ্গে শামির সাক্ষাৎ নিয়ে সামাজিকমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন হাসিন জাহান, ‘বাবা হিসাবে ব্যর্থ শামি’।

তিনি বলেন, কখনই মেয়ে আয়রাকে জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত জানাননি শামি। উপহার পাঠানো তো দূরের কথা, শুধু মিডিয়ার সামনে লোকদেখানো নাটক করতেই ব্যস্ত থাকে সে।

হাসিন বলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কখনো আন্তর্জাতিক স্কুলে পড়ানোর চেষ্টা পর্যন্ত করেনি শামি। আল্লাহ যদি শামিকে শুধরে দেয় তো…।

তিনি বলেন, ‘আজ তো শামা (শামির বৌদি) আর হাসিব (শামির দাদা) নিশ্চয় ঘুমোতে পারেনি। শামির থেকে আমাকে আর আমার মেয়েকে দূরে রাখতে কম নোংরামি করেনি ওরা দুজন। শামির মাথাতেও আমাকে নিয়ে নোংরামি আর লোভ ঢুকিয়েছে। কিন্তু কথায় আছে— সবুরে মেওয়া ফলে। আমি ধৈর্য ধরে এতদিন চুপচাপ অপেক্ষা করেছি, আর খোদার ওপর ভরসা রেখেছি। অবশেষে দেখুন, বাবা-মেয়ের মিলন হলো। আল্লাহ চাইলে, শামিও শুধরে যাবে ইনশাআল্লাহ! আল্লাহ আমার শত্রুদের মুখে জুতা মারবে, আমি ধৈর্য ধরে বসে রয়েছি।’

উল্লেখ্য, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মামলা কোর্টে ঝুলে আছে। হাসিন-শামির বিচ্ছেদ মামলা আলিপুর আদালতে বিচারাধীন। মেয়েকে নিয়ে শামির কলকাতার বাড়িতে থাকেন হাসিন। তাই দীর্ঘ ছয় বছর মেয়েকে দেখেননি শামি। শামি থাকেন উত্তরপ্রদেশের ফার্ম হাউসে। গত বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে বাবা-মেয়ের সাক্ষাতের কথা জানান হাসিন জাহান।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন