রেকর্ডময় ম্যাচে জিম্বাবুয়ের বিশাল জয়

  23-10-2024 10:19PM

পিএনএস ডেস্ক : ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের বিশ্বরেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। একইসঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে রানের হিসাবে সর্বাধিক ব্যবধানে জয়টাও নতুন বিশ্বরেকর্ড।

কেনিয়ার নাইরোবিতে বুধবার টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ৪ উইকেটে ৩৪৪ রান তোলে। জবাবে গাম্বিয়া ৫৪ রানে অলআউট হলে ২৯০ রানের জয় পায় সিকান্দার রাজার দল।

গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ৪ উইকেটে ৩১৪ রান তুলে গড়েছিল বিশ্বরেকর্ড। জিম্বাবুয়ে সেটিকে আজ ছাড়িয়ে গেল। ঐ ম্যাচেই আগে ব্যাটিংয়ে নেমে রানের ব্যবধানে টি-২০তে ২৭৩ রানে জিতেছিল নেপাল। ২৯০ রানে জিতে জিম্বাবুয়ে তাদের সেই রেকর্ড ভেঙেছে।

জিম্বাবুয়ের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিকান্দার রাজা। এখানেই শেষ হয় ৩৩ বলে শতক পেয়ে তিনি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক। ৪৩ বলে ৭ চার ও ১৫ ছক্কায় তিনি ১৩৩ রানে অপরাজিত ছিলেন। চলতি বছর নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরির দেখা পান লফটি-ইটন।

টি-২০তে দ্রুততম শতকের মালিকের নাম জানলে অনেকের চোখ কপালে উঠতে পারে। সাইপ্রাসের বিপক্ষে হত জুনে ২৭ বলে সেঞ্চুরি আদায় করেছিলেন এস্তোনিয়ার সাহিল চৌহান।

এই ম্যাচে গাম্বিয়ার বোলার মুসা জোবারতেহ গড়েছেন অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ড।এই পেসার ৪ ওভারে উইকেটশূন্য থেকে খরচ ৯৩ রান, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দেওয়া শ্রীলংকার বোলার কাসুন রাজিথা লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন।

পিএনএস/এএ



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন