পিএনএস ডেস্ক: গোপালগঞ্জে নসিমন উল্টে ইকরাম (১৭) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, একটি নসিমনে কয়েকজন যাত্রী নিয়ে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে চালক ইকরামসহ তিনজন মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইকরামকে মৃত ঘোষণা করেন। নিহত ইকরামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিযা গ্রামে।
এসএস
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
22-04-2024 06:54PM