পিএনএস ডেস্ক: সাভারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তবে তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।
আহত আরও পাঁচজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এএ
সাভারে গুলিতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত
18-07-2024 04:37PM