পিএনএস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে মশা থেকে রক্ষার জন্য ঘরে ধোঁয়া দেওয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে।তবে আগুনে পুড়ে গেছে বসতঘর।
রোববার দিবাগত রাত ৮টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় সাঈদ মৃধা রোডের মইনুদ্দিন মিয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দত্তপাড়া এলাকায় মইনুদ্দিন মিয়ার বাসায় সন্ধ্যায় বসতঘরে ধোঁয়া দেওয়ার সময় টিনশেডে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকার জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে পাঁচটি টিনশেট রুম পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪-৫ লাখ টাকা হবে বলে তাৎক্ষণিক জানান তিনি।
পিএনএস/রাশেদুল আলম
মশা থেকে বাঁচতে ধোঁয়া দেওয়ার সময় বসতঘরে আগুন
02-12-2024 03:01AM