পিএনএস ডেস্ক: ভারতের আগ্রাসনের বিরুদ্ধের বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের ডাকা আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মূলত আগরতলায় বাংলাদেশের হাইকমিশনারে হামলা, এদেশের জাতীয় পতাকাকে অবমাননা ও দেশকে নিয়ে মিডিয়া পড়ায় মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে।
সরেজমিনে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল মোড়ে এই তিন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়।
লংমার্চ কর্মসূচিকে ঘিরে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে এই তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলে দলে জড়ো হতে দেখা যায়। বিভিন্ন প্লেকার্ড-ফেস্টুন ও স্লোগানে মুখরিত রেখেছেন মহাসড়কে। উপস্থিত তিন সংগঠনের নেতাকর্মীরা ভারতকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন।
তারা বলেন, ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশর জাতীয় পতাকাকে অবমাননা করেছে, হাইকমিশনে হামলা করা হয়েছে। মূলত তাদের পছন্দ শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে তাদের অপচেষ্টার শেষ নেই। ভারতীয় মিডিয়ায় দেশকে নিয়ে অপপ্রচার বন্ধের জন্য আমরা আখাউড়ার উদ্দেশে রওনা করবো।
পিএনএস/রাশেদুল আলম
আগরতলা অভিমুখে লংমার্চ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
11-12-2024 10:57AM