পিএনএস ডেস্ক: আনন্দ র্যা লি, সম্মুখ সমরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সভার যৌথ উদ্যোগে জিরো পয়েন্ট থেকে একটি আনন্দ র্যা লি বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মুখ সমরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে সম্মুখ সমর চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জুয়েল হোসেনসহ আরও অনেকে।
পিএনএস/রাশেদুল আলম
নানা আয়োজনে হিলি হানাদার মুক্ত দিবস পালন
11-12-2024 02:02PM