কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক পরিবারের তিন জন নিহত

  11-12-2024 04:32PM

পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলী, স্ত্রী মমেনা বেগম ও মেয়ে মুন্নি আকতার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোনাহাট থেকে অটোরিকশায় মোহাম্মদ আলী তার স্ত্রী মমেনা বেগম (৫৫) মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের জামাতা শহর (৩০) আলীকে নিয়ে ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা চালক বাবুসহ (১৮) চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুন্নিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মমেনা বেগমও মারা যান। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলীও মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন