ওজনে কারচুপির অপরাধে পেট্রল পাম্পকে জরিমানা

  12-12-2024 02:16AM

পিএনএস ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে ওজনে কারচুপির অপরাধে মেসার্স মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশন পেট্রল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুখানদিঘির পাড় এলাকার ওই পেট্রোল পাম্পটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে মেসার্স মোজাম্মেল এন্ড ফিলিং স্টেশন ক্রেতাদের ওজনে কম তেল দিয়ে আসছিলেন। পরে আজ অভিযান চালিয়ে ওজনে তেল কম দেওয়ায় এ পাম্পে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, সেখানে ওজনে কম তেল দেওয়ার কারণে ১০ টাকা জরিমানা করা হয়েছে। পরে ক্রেতাকে সঠিক ওজনে তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন