দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

  15-02-2025 12:41AM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ব্যাটারিচালিত ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কাহারোল উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কের গড় নূরপুর এলাকায় এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও চিরিরবন্দর উপজেলার রামডুবি এলাকার শুভর ২ মাস বয়সী মেয়ে হুমায়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে গড় নূরপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। এই ঘটনায় ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশুটির মা রিপা আক্তার ও লিসা আক্তার আহত হয়ে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন