মাইলস্টোনের সামনে ধোনি-কোহলি

  18-02-2018 04:22PM

পিএনএস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্সে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাইলস্টোনের দোরগোড়ায় বিরাট কোহলি৷ টি-টোয়েন্টি ক্রিকেটে আর মাত্র ৪৪ রান হাঁকালে এই ফর্ম্যাটে দু’হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট৷

টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের বিচারে তাঁর আগে রয়েছেন শুরু মার্টিন গাপ্টিল ও ম্যাককুলাম৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরান হাঁকিয়ে ২১৮৮ রানে পৌঁছে গিয়েছেন গাপ্টিল৷ কিউয়ি ওপেনারই এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক৷ তাঁর পরে ২১৪০ রান নিয়ে দু’নম্বরে রয়েছেন ম্যাককুলাম৷ ১৯৫৬ রান নিয়ে তিন নম্বরে কোহলি৷

কোহলির পাশাপাশি রেকর্ড ক্যাচের দোরগোড়ায় দাঁড়িয়ে ধোনি৷ টি-টোয়েন্টি আর মাত্র তিনটি ক্যাচ নিলে টি২০ ক্রিকেট যুদ্ধে পঞ্চাশটি ক্যাচের মালিক হয়ে যাবেন মাহি৷

ধোনির আগে টি-টোয়েন্টিতে পঞ্চাশ ক্যাচ ধরার নজির রয়েছে এবি ডি’ভিলায়ার্সের দখলে৷ উইকেটকিপার হিসেবে ২১টি ও ফিল্ডার হিসেবে ৪৪ টি ক্যাচ, অর্থ্যাৎ টি-টোয়েন্টিতে মোট ৬৫টি ক্যাচের নজির রয়েছে এবিডি’র৷ তবে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনটি ক্যাচ নিলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে(আন্তর্জাতিক ম্যাচ) প্রথম উইকেটকিপার হিসেবে ৫০টি ক্যাচের মালিক হবেন ধোনি৷

সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে আমলাকে আউট করে ৬০০টি আন্তর্জাতিক ক্যাচের মালিক হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ টি-টোয়েন্টি সিরিজে এবার নতুন পালক জুড়তে পারে ধোনির মুকুটে৷

উল্লেখ্য জোবার্গের এই মাঠেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন