হোটেল রুমে যৌন নিপীড়নের অভিযোগ মালিঙ্গার বিরুদ্ধে!

  11-10-2018 07:06PM

পিএনএস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো, অর্জুনা রানাতুঙ্গার পর এবার লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে উঠল যৌন নিপীড়নের অভিযোগ! গতকালাই শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছে এক ভারতীয় বিমানকর্মী। '#মি টু' আন্দোলনে উদ্বুগ্ধ হয়ে আজ মালিঙ্গার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরও এক ভারতীয় নারী! তিনি টুইটারে সেদিনের যৌন হয়রানির ঘটনার বর্ননা দিয়েছেন।

সেই তরুণী মালিঙ্গার নাম উল্লেখ না করলেও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন 'আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা বিখ্যাত শ্রীলঙ্কান ক্রিকেটার।' সেই 'বিখ্যাত' ক্রিকেটার হিসেবে মালিঙ্গা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

ভারতীয় প্লেব্যাক গায়িকা চিন্ময়ী শ্রীপদ টুইটারে 'হ্যাশট্যাগ মিটু' আন্দোলন নিয়ে বেশ সরব। বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হওয়া মেয়েরা তার কাছে মেসেজ করে সব জানাচ্ছে। চিন্ময়ী নিজে এসব গল্প প্রকাশ করছেন। মালিঙ্গার গল্পটাও প্রকাশিত হয়েছে তার মাধ্যমেই। চিন্ময়ী তার পোস্টে লিখে দিয়েছেন লাসিথ মালিঙ্গার নাম।

অভিযোগকারী তরুণী বলেছেন, 'কয়েক বছর আগে মুম্বাইয়ে ঘটেছিল এ ঘটনা। আমরা যে হোটেলে ছিলাম, সেখানে আমার বান্ধবীকে খুঁজছিলাম। এমন সময় মুম্বাইতে খেলা খুবই বিখ্যাত এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে দেখা হলো। তখন আইপিএল চলছিল। তিনি বললেন, আমার বান্ধবী নাকি তার রুমেই আছে। আমি তার রুমে গেলাম, কিন্তু সেখানে আমার বান্ধবী ছিল না।'

'কিছু বুঝে ওঠার আগেই সেই ক্রিকেটার তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমার বুকের ওপর চড়ে বসে। আমি তার সঙ্গে গায়ের জোরে পেরে উঠছিলাম না। ভয়ে মুখ ও চোখ বন্ধ করে ফেলেছিলাম। সেই ক্রিকেটার আমার গালে নোংরা কিছু করছিল। এমন সময় হোটেলের কর্মচারী রুমের বারের জন্য কিছু জিনিস নিয়ে এসে দরজায় নক করে। ক্রিকেটার দরজা খুলতে যায়। আমি দ্রুত বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে হোটেল কর্মচারীর সঙ্গে বেরিয়ে যাই।'

'সেই ঘটনায় আমি ভীষণ অপমানিত বোধ করছিলাম। আমি জানি সবাই বলবে, আমি জেনে বুঝেই সেখানে গিয়েছি। সে বিখ্যাত, তাই আমিই কিছু করতে চেয়েছিলাম বলে অভিযোগ তুলবে সবাই। কিংবা বলবে তোমার সঙ্গে এর চেয়েও ভয়ংকর কিছু হওয়া উচিত ছিল। কিন্তু আমি ভাবতে পারিনি, এমন বিখ্যাত ক্রিকেটার আমার সঙ্গে নোংরা কিছু করতে পারে!'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন