বাংলাদেশ দলকে নিয়ে স্টার স্পোর্টসের ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন

  18-10-2019 12:10PM

পিএনএস ডেস্ক : প্রথমবারের মত পরিপূর্ণ একটি সিরিজ খেলতে আগামী মাসের অর্থাৎ নভেম্বরের শুরুতেই ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে এ পূর্ণাঙ্গ সিরিজ।আর এ সিরিজ সামনে রেখে টাইগারদের নিয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন তৈরি করেছে স্টার স্পোর্টস। বিজ্ঞাপনে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগকে বলতে শোনা গেছে, এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?

কারণ টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমো ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক ভিডিও প্রমো পোস্ট করেছে স্টার স্পোর্টস। তাতে ক্যাপশনে তারা লিখেছে- জনস্বার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!

প্রসঙ্গত, ৩ নভেম্বর নয়াদিল্লিতে গড়াবে দুদলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।১৯ বছর আগে এক নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ। আরেক নভেম্বরে সেই ভারতের মাঠে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ভারত সফরের দ্বিতীয় ম্যাচে ২২ থেকে ২৬ নভেম্বর প্রথমবারের মতো ঐতিহাসিক ইডেন গার্ডেনসে ভেন্যুতে টেস্টে খেলবে টাইগাররা। ইডেনে টেস্ট আয়োজনকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী নানা উদ্যোগ নিচ্ছেন। এর মধ্যে আছে বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রীকে টেস্ট দেখতে আমন্ত্রণ জানানো। মূলত রাষ্ট্রীয় পর্যায়ে সৌহার্দ্য বাড়াতে ক্রিকেটের মাঠে এমন পরিকল্পনা করছে বলেও জানানো হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত করেনি দুই রাষ্ট্রপ্রধান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন