অবশেষে গ্র্যান্ডমাস্টার নিয়াজকে থামালেন ফাহাদ রহমান

  07-11-2019 01:05AM



পিএনএস ডেস্ক: উড়ছিলেন নিয়াজ মোরশেদ। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম তিন রাউন্ড জিতে শীর্ষে ছিলেন উপমহাদেশের প্রথম এ গ্র্যান্ডমাস্টার। অবশেষে দেশের সবচেয়ে অভিজ্ঞ এ দাবাড়ুকে থামিয়ে দিলেন তরুণ মোহাম্মদ ফাহাদ রহমান। বুধবার আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ড্র করেছেন নিয়াজ মোরশেদের সঙ্গে।

ড্র করেও সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

সাড়ে ৩ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তিনে আছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন