পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ নিশ্চিতে কূটনৈতিক পরাজয় হয়নি: পাপন

  15-01-2020 02:22PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাবে। দুই দেশের ক্রিকেট বোর্ডই নিশ্চিত করেছে বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত। তিন ভাগের এই সূচিতে নতুন করে যুক্ত হয়েছে একটি ওয়ানডেও। এ বিষয়ে পাপন জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সিদ্ধান্তে কূটনৈতিক পরাজয় হয়নি।

পাপন আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের পরিস্থিতি বুঝতে পারায় পিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। আইসিসির সময় সূচি মেনেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিসিবির প্রস্তাব ছিল আগে টি-টোয়েন্টি খেলে আসা, আর সে অনুযায়ী প্রথম ভাগে তিনটি টি-টোয়েন্টিই খেলবে বাংলাদেশ। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আবারও একটি টেস্ট খেলতে যাবে টাইগাররা। দিন বিশেকের বিরতিতে আবারও নতুন যুক্ত হওয়া ওয়ানডে ও বাকি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন